যে পথ নির্বাক আজ জনমানবহীন
বসে আছি সে পথে আমি ভাবনাহীন
এক ভরা জোছনা, এক আকাশের তারা
নিষ্পাপ, নিশপ্রান চাঁদ আজ মেঘ ছাড়া।

ফিরে এসেছি বহু যুগ পর,
              বহু পথ মাড়িয়ে
সব কিছু আজ লাগছে অচেনা,
      কোথায় যেন গেছে হারিয়ে

চেনা পথ যে অচেনা হবে,
             জানা ছিল না আমার
সময় হলে যে ছেড়ে চলে যেতে হবে,
                     থাকবে না কেউ ভাববার।

হাসি-কান্নায় ভালোবাসার খুনশুটিতে,
                       কেটে যেতো সারাবেলা
আদরে, আবডালে কথা কাটা-কাটিতে,
                     হতো ভালোবাসার অবহেলা।

আজ এ ক্ষণে, কত শত স্মৃতি ঘুরে ফিরে এ মনে
     চাপা পরে যাচ্ছে যা কালের বিবর্তনে।