কোথায় আছি কি করছি
জানি না তো কিছু
আড়ালে আজ ভালোবাসা
যমের দুয়ার নিয়েছে পিছু
যেমন তেমন চলছে জীবন
অভাগা মরন, তীর্থের রোদন
এ দুনিয়ায় রঙের সমাহার
পরে আছি এক কোনে
জোটেনা আহার কোন ক্ষণে
বেচে আছি না গেছি মরে
একটাই প্রশ্ন আজ শুধু এ মনে ।
বেচে থাকার জন্যে লড়াই
হাজার লোকের সাথে করেছি বড়াই
তবু পাইনি আমি আজও কিছু
কোথায় আছি কি করছি
জানি না তো কিছু ।