একদিন সব হবে ।
অপেক্ষায় বাসর না সাজিয়ে কাছে আসার অনুমতিতে থাকো,
দোলনচাপায় খোপা রাঙাবো।
বৃষ্টিতে আনমনে হাতে হাত রেখে হাঁটবো।
একদিন সব হবে।
শুধু অপেক্ষায় জর্জরিত প্রহর গুনে ব্যর্থ উল্লাস করো না
নিথর দেহে কাঁদো কাঁদো হয়ে আকাশ ছুঁয়ো না
রক্তিম সন্ধ্যায় আমায় ছুঁইবার মিছে বাহানা খুঁজো না।
একদিন সব হবে ।
রাঙাতে তোমার শহর তোমার স্বপ্নের বেড়াজালে,
প্রার্থনায় অপেক্ষমাণ থেকো শুধু এ আমাতে,
একদিন সব হবে ।