কেউ একা নয়
খুঁজে দেখো ভালো করে
তোমারই জন্য কেউ একা পরে রয়
হাতছানি দিয়ো তার ইশারায়
আশাহত হয়ো না তুমি
দিন শেষে না পেলেও
বেলা শেষে হলেও দেখা মিলবে তার-ই
অচেনা কোনো অজানা কথার
হদিস মিলবে পরিচয়ের
ব্যর্থ না ভেবে অগ্রসর হও
একদিন অবসান ঘটবে একাকীত্বের।