এ কূল হায় শুকাইয়া গেলো
ও কূলে তাই ধরিয়াছি হাল
অচিরেতে ঘুরিয়া যায় পথ চিহ্ন
হারাইয়া সব লাগে বেসামাল

পথহারা নয়, তবু নতুন পথে
            বাধতে চায় বাসা
পিছন ফেলে হাজার মায়া
           বুনে নতুন আশা
পথিক পথের চিহ্ন বদল
      করেনি কভু আগে
কল্প কথায় ভণ্ড যুগল
   মনেতে ভয় জাগে

ক্ষীণ মনে অপক্বতায় ঘেরা, দৃঢ় মনোভাব
চিহ্ন বদল জগৎ সংসারের, এক ধরনের স্বভাব।