দুরত্বটা আজ ঐ দৃষ্টির শেষ সীমান্তে
           যে সীমান্তে তোমারই নতুন বাস
এক মুঠো রোদ এনে দিয়েছিলে মন গভীরে
হয়তো তাই ভাবছি হারাচ্ছি তার-ই কোনো ছলে
   সেদিন বসন্ত ছিল কিনা জানি না
       কিন্তু সেদিন তোমার হাসির বসন্ত ছিল
সে হাসির প্রতিটি মুহুর্তে ঝরেছিল হাজারো ফুল
     সেই ফুল গুলোর মায়াবী বিমুগ্ধ ঘ্রাণ
আজও কেরে নেয় আমায় পুরোনো ঐ বসন্তে।
                     বসন্ত আজ নেই,
কিন্তু সেই বসন্তের ফুলের সৌরভ
             আজও আমায় মোহিত করে
                                  প্রতিটি মুহূর্তে ।