ভালোবাসা হয়তো এমনি
কাছের মানুষকে দূর হতেও ভালোবাসা যায়
কিন্তু আমি পারিনি
বলতে চেয়েও থেমে গেছি
থেমে গেছি আমি একটি কথাতেই
ভালোবাসি , বড্ড বেশিই মনে হয় বাসি।
নাহলে কেন আমি পারি না।
মুখে বলাই কি সব?অনুভূতি গুলো কি কিছুই না
আমি যে আমার সব দিয়েই বুঝিয়েছি
মুখে বলা টা কি এতই বাহুল্য ছিলো
আমি পারিনি, কিন্তু আমি ব্যর্থ নই
আমি বুঝিয়েছিলাম, কিন্তু তুমি বুঝোনি
তুমি ভুলের মাঝে আমাকে নিয়েছিলে
যেখানে আমি না থেকেও তোমার জন্য আছি
এখন আর তোমাকে বুঝতে চাই না
বোঝার দিন ফুরিয়ে গেছে।
তাই ঠিক করেছি, বলব না তোমায় ভালোবাসি।