তুমি থাকবে ওই মুক্ত আকাশের মত
যার মেঘ গুলো সবার চোখে স্বাধীন
কিন্তু আমার চোখে জরাজীর্ণ
     ছোটাছুটি করতে চায় তোমায় পাবার ছলে
যার ফলে ভারাক্রান্ত হয়ে ঝরে পরে
   বৃষ্টি নামক এক অশ্রু জলে।

রঙ বুঝি বারবার বদলায়
        কখনো নীল, কখনো হলুদ,
কখনো আবার টকটকে লাল।
মাঝে মাঝে যখন সাদা কালো
     মেঘগুলো ছড়িয়ে থাকে,
আর সোনালি সূর্যের ঈষৎ আভা
   বাঁকা হয়ে সহস্র মেঘের গায়ে লুটিয়ে পড়ে।
          তখন মনে হয়,
এর রঙ একটি নয়,  অনেক।

এখন আকাশের কোনো রঙ নেই  
   আকাশটা আসলেই বহুরূপী!
এই বিশালতার সাথে তোমায় তুলনা দিয়ে
  তোমাকে ও আজ লাগছে বহুরূপী।