সখী মিছে কেন ভয়
সে কি হারিয়ে যাবার?
তোমার মনের বাড়ি ভারা নয়
কিনতে চাই আমি
থাকতে চাই হাজারো যুগ
পথিক হতে চাই
তোমার পথের
পা মিলিয়ে হাঁটতে চাই
তোমার চলার পথে
হারিয়ে গেলে যাবে তখন
হারিয়ে যাবার সময় যখন।
তাই বলি কি
আরেকটু সময় পাশে থাকো
আর একটু ভালবেসো
আরে বোকা আছি আমি
যদি হারিয়ে যাই,
তবে যাবো তোমার মাঝে
তবু ভয় কেনো পাও মিছে।