নিস্তব্ধতায় আকাশ থমকে,
নেই মেঘেদের আনাগোনা।
এই ভালোবাসায় হারিয়ে আজকে
তোমার মাঝে নেই জানাশোনা।
এইতো আমি যেভাবে আছি
এভাবেই আছি বেশ,
কল্পনাতে তোমায় ভাবি
দীঘল কালো কেশ।
হরিণী চোখের অজানা নেশায়
বুঁদ হয়ে থাকি মত্ত,
তোমায় পাবার অজানা আশায়
হারিয়েছি, কারণ আমি মধ্যবিত্ত
চাই না ছুঁতে তোমায় যে আর
কল্পনাতেই আছি বেশ,
এভাবেই হোক ভালোবাসার পরিসংহার
আমার আমিতেই হই শেষ ।