রাতের আকাশে চাঁদ টা একে
জোছনা রাঙাই তোমার আঙিনায়
ভালোবাসার বীজ কিনেছি
বুনবো বলে তোমার বাগিচায়
আছো তুমি সবটা জুড়ে
সবখানেতেই তুমি
আমার মাঝেই আছো তুমি
আমার মেঘে ঢাকা চাঁদ তুমি
সেদিন আকাশে চাঁদ ছিল
তবু তুচ্ছ তোমার কাছে
লজ্জা পেয়ে তুমি বললে
লুকাবো নাকি মেঘের মাঝে