এই অবেলায় চেয়েছি তোমায়
চেয়েছি আরো কাছে ,
নির্লিপ্ত এ শহর আমার
যা তোমার রঙেই সাজে

হঠাৎ কোন একদিন আসবো চলে
তোমায় কিছু না বলে
ভালোবাসার যেকোনো ছলে
টানবো কাছে নানা কৌশলে

হারিয়ে ফেলি হাজারো কথা
পালিয়ে বেড়ায় মনের সবটা
নির্বাক আমি শ্রোতা তোমার
বলে যেও শেষ অবধি আমার

আমি যা, আমিই তা
যা আমার নয়
তা আমার কি করে হয়
পুরোনো বাণী, চেনা চেনা লাইন
আমার কাব্য, আমার আইন