হাসাও তুমি, কাঁদাও তুমি
প্রতি ক্ষণে তোমায় নিয়ে ভাবাও
মনের মাঝে তোমার এক প্রতিচ্ছবি আঁকাও
দেরি কিসের অপেক্ষা কার
মনের ছবির হবে প্রসার
দেখিবে জগৎ, দেখিবে তাহা
যাহা আছে এই হৃদয়ে আঁকা
উড়ন্ত সেই চুল মুগ্ধ করেছিল আমায়
যদিও সে ধরা দিলে না আমায়
পড়ন্ত বিকেলের দুরন্ত আমি
সুধু চেয়েছি তোমার হাতছানি
বাধা পরে যাচ্ছি কেমন অচিন ডোরে
তুমি হীনা আজ সব শূন্য লাগে
শূন্য বিনা মূল্য বোঝা
আকুল ছাড়া কি পত্র সোজা
বুঝবে আলো, বেলা ফুরালো
আধার কালো, দিন যে ছিলো ভালো
আমিও হবো একদিন আধার কালো
সেদিন হয়তো বুঝবে তুমি,
তবে পাবে না আশার আলো।