সময়ের ছন্দে,
মুহুর্তের সুতো বুনেছে আমার ছড়া,
হাসি, কান্না আর দীর্ঘশ্বাসের নাচ,
স্মৃতির প্রতিধ্বনি যা কখনো মরে না।

মরুভূমির বালি সূর্যাস্তের মতো,
উষ্ণ এবং উজ্জ্বল,
আমার হৃদয় দিনরাত আশায় স্পন্দিত হয়,


জীবনের যাত্রা, আন্দিজের মতো উঁচু,
অপ্রত্যাশিত, তবুও আমাকে চেষ্টা করতে হবে,
চূড়ায় পৌঁছতে....