চাঁদ আছে আকাশে
         তারা আছে মহাকাশে
       হুর আছে জান্নাতে
         তাহলে তুমি কেন এখানে?
       বলছি তোমায়
          রাগ করিও না আবার
       ও নারী আমি কী
         তোমায় ভালোবাসতে পারি?
       আমি হুর কে দেখিনি
         তোমায় দেখেছি।
       ও নারী আমি কী তোমায়
         আমার করতে পারি?
       দিয়েছি তোমায় মনটাই আমার
         ভাঙ্গবে না এইবার।

                            ~ আরাব