আঁধার রাতের অঙ্গ জুড়ে
ভঙ্গ হওয়া স্বপ্ন থাকে,
হেরে যাওয়া স্মৃতির গায়ে
মনবেচারা মলম মাখে।
বিকল ছেড়া হৃদয়টাতে
ওপেন হার্ট সার্জারিটা
হর কপাটে জং ধরেছে
ক্ষতে ক্ষতে পেরেক আঁটা।
দেহ জুড়ে সুচের পীড়ন
লোমকূপেতে বিষে সাঁটা
ধুকছি রোজই, রোজের গা'টা
ভরা যেমন তীক্ষ্ণ কাটা।
মগজ খুঁড়ে নিউরনেতে
জাল বুনেছে ব্যাথার মাকড়,
ফাঁকা মাথা দুলছে শুধুই
শরীর মনে ধরপাকড়।
দীর্ঘশ্বাসের খামচি কাটা
আধা-ছেড়া ফুসফুসেতে,
দুনিয়ার যা নিকষ কালো
নিচ্ছি সবই মাথা পেতে।