একলা থাকি  দুঃখ ছাঁকি
সুখের গড়া ছাঁকনিতে,
দিনাতিপাত, দুঃখ-ধারাপাত
কষছি সুখের ছক পেতে।
আচ্ছারে ভাই  যার কাছে নাই
সুখের গড়া ছাঁকনিটাও,
সে কি করে  সুখ দুঃখেরে
সঠিকভাবে চিনে নাও?
এদিকে আমি  দিবস যামী
সুখ-দুঃখ মাপি পাল্লাতে,
ওদিকে কেহ  জীর্ণ দেহ
সুখের খোঁজে থাল হাতে!