প্রতি দিন ভাবি তোমার সাথে দেখা হলে
আজ এ কথাটা বলবো।
তোমার নিটল পায়ে হেটে চলা পথ পানে
শোকুন চোখে চাতক পাখির মত চেয়ে থেকে
দিন পার করেছি।
দেখা হয়তোবা মিলেছে তোমার
কিন্তু আমি যে কথাটা বলতে চাই সে কথাটা বলার
সুযোগই দাওনি আমাই।
তোমাকে বলতে না পারা কথা
এক এক করে বুকে কষ্টের পাহাড় হয়েছে।

মনের কাগজে লেখা
কবিতা গুলোর পাঠক তুমি ;
কাব্য গাঁথুনি কথা ফুলের
সৌরভ তোমার মন টানেনি।
প্রেম উপাক্ষানের গন্ধ  নিতে পারলে না।
তোমার  অযত্নে অবহেলায়
তা আজ উঁই পোকার খাবার হয়েছে।
তুমি তা পড়ে দেখনি।


তোমাকে দেব বলে
আমলা বাজার থেকে আনা 
নেল পলিসের রং শুকিয়ে গেছে।
তোমার আর নেওয়ার সময় হয়ে উঠেনি।

চাড়ির দাদির কোঠা বাড়ীতে
দাদার পুতে রাখা কাঠ মল্লিকার ফুল
বুক পকেটে শুকিয়ে গেছে।
তোমাকে আর দেওয়া হয়ে উঠেনি