কেমন করে নদীরে তুই বুকে নিয়ে জল
সকাল বিকাল হাসিস খেলিস জল করে টলমল।
অভিমানে কেমন করে ভাঙ্গিসরে তুই কুল
দুঃখ কষ্ট যাস ভুলে যাস থাকেনা এক চুল।
নদী রে ও নদী , নদী রে ও নদী
জলধারায় ফোটাস আবার অরণ্যতে ফুল।
নদী রে তোর যায়না মাপা
বুকের গভীরতা
মুগ্ধ আমি দেখে রে তোর
মনের উদারতা।
আমি হবো কেমন করে
তোর মত আজ বল।।
আপন মনে বিলিয়ে দিলি
নিজের জীবনটাকে
ভালোবাসার চিহ্ন রে তোর
চলার বাকে বাকে।
চলার পথে কেমন করে
বাঁধা ডিঙ্গায় বল।।