লোহা দিয়ে লোহা কাটে
বিষে কাটে বিষ
সাপুড়ে ঠাং নাচায়
মুখে তুলে শিষ।

ঢিল দিয়ে ঢিল ভাঙ্গে
কাটা দিয়ে কাটা
স্বজাতী শেষ করে
শিল নোড়া পাটা।

তবে;
আগুন দিয়ে আগুন
হয়না নিয়ন্ত্রন
একথা রাম চন্দ্র
রাখিও স্মরণ।
নেভাতে আগুন লাগে
পানির প্রয়োজন।v