মাগো তুমি জাগিয়ে দিয়ো
আমায় পররাত-এ
সাহরি খেয়ে রোজা আমি
রাখতে পারি যাতে।
চোখ বাকিয়ে কেনো ও মা
করছো তুমি রাগ
শোকর করো আল্লার কাছে
প্রাপ্য; হয়েছেন সজাগ।
নিজের হাতে দিবেন অাল্লাহ
রোজার প্রতিদান
রোজাদারের প্রতি তাহার
এতটা সম্মান।
দোআ করো দুহাত তুলে
এক আল্লাহ কাছে
দ্বীনদার হয়ে দিনের পথে
প্রাপ্য সোনা বাঁচে।