যার গোড়ায় মাটি নেই
সেই কেবল ডাল ধরে চলে।
সুযোগ বুঝে এ ডাল থেকে ও ডাল
ও ডাল থেকে অন্য ডাল।
ঝুলে চলা স্বভাবের মানুষগুলো;
বুলি দিয়ে চলে।
আবার বুলিতে বুত হওয়া মানুষ গুলো যখন বুঝবে
গাছ ও আমার; ফল ও আমার; তুমি বানর
ডালে ঝুলে ফল খাবা।
এটা তো হবেনা বাবা।
তখন তুমি কোথায় যাবা?