আমি ভালো নাইরে পাগলী
আমি ভালো নাই
তোকে ছেড়ে একলা দুরে
থাকা বড় দায়
শত কাজের মাঝে স্মৃতি
করে জ্বালাতন
এত বোঝায় বুঝ মানে না
ওরে পাগল মন
হাজার লোকের ভিরে
তবু শূণ্য শূণ্য লাগে
ভালোবাসার মুখানি
দেখারই সাধ জাগে
ইচ্ছে করে তোর কাছে
ছুটে চলে যায়
আকাশ হাসে বুকে
নিয়ে লক্ষ লক্ষ তারা
তুই ছাড়া পাগলী
আমি একলা দিশে হারা
তোরই মুখ ভাসলে চোখে
বড্ড কান্না পায়