হাটি হাটি করে বাবা হাটতে শেখালে
কালো ভালো কাকে বলে তুমিই দেখালে
তুমিই জীবন বাবা তুমিই ভুবন
তোমার মত কে অাছে অার অাপন
বাবা ও বাবা, বাবা ও বাবা
তুমি ছাড়া যায়না এ জীবন ভাবা
মিথ্যে মনে হয় এই সং শো্ভা
অাগলে রেখেছো তুমি তোমার বুকে
সাহস যোগাও পাসে সুখে ও দুখে
জীবন যুদ্ধে তুমি নির্দেশিকা
অাধাঁরের মাঝে যেন প্রদীপ শিখা
বৃক্ষের মত তুমি দিচ্ছো ছায়া
রক্ত ধারায় বহে তোমার মায়া
অাসলে অাসুক ঐ অামানিশা
পৃথিবীর পথে তুমি চলার দিশা