যত্ন না নিলে
পোষা পায়রা ও এক দিন শূণ্যে পাখা মেলে।
লোহাতে জং ধরে।
যত্ন না নিলে হিরাতেও ময়লা পড়ে
এ্যাটো কুটো খাওয়া পোষা বিড়ালটাও
বাড়ী ছাড়ে।
যত্ন না নিলে ফুলের বাগানেও
আগাছা হয়।
উচুঁ বটগাছে পরগাছা জন্মে।
যত্ন না নিলে চিলে কোঠার ছাদে
বিষ বৃক্ষ শেকড় গাড়ে।
সেখানে অযত্নে অবহেলায়
সম্পর্ক টিকে থাকে কি করে ?
সম্পর্ক তো বয়ে চলা জলের মত।
উজান দেখলে পথ পরিবর্তন করে
ভাটিতে বয়তে থাকে।
যত্ন নিলে সম্পর্ক হয়ে উঠে
বালি দেওয়া সমসেরের মত।
প্রেম আর পায়রা দুটোই সমান।
কাব্য কথা পরম যত্নে সুর আর তালে
পরিণত হয় গান।