যার প্রেমেতে লাখো মানব
জীবন দিতে পারে
যার কথাতে নিরীহ মানুষ
অস্ত্র হাতে ধরে
যার ডাকেতে সাড়া দিলো
সাত কোটি জনতায়
মরে নাই মরে নাই'রে মুজিব
মরে নাই মরে নাই!
মরেও মুজিব অমর হয়েছে
বাঙ্গালীর চেতনায়।
কার বিয়োগে বাঙ্গালী কাঁদে
শোকে হয় মিয়মান
কারে নিয়ে হয় রচিতো
অার্তনাদের গান।
কে যে সে অাধার রাতে
অালো দেয় জোৎস্নায় ।।
কার সে ধ্বনি অাকাশে বাতাসে
অালোরনে সব দোলে
কার সে অাদর্শ বাঙ্গালীর ঘর
অালোকিত করে তোলে ।
কে যে সে হাজার বছরে
অামাদের সঞ্চয় ।।