ভেবেছিলাম যে, বেমালুম ভুলে গেছি সব;
ক্ষ্যাপা, ভোলা কি অতো সহজ?
কালের উর্বর পলি-
আবরণ ফেলে দিয়ে গেছে ঠিকই;
চিহ্ন মুছে যায়নি নদীর।

সময়ের বিবর্তনে-
সুরম্য অট্টালিকার পলেস্তারা খসে
বের হয়ে গেছে-
ইঁট সুরকির অনাকাঙ্ক্ষিত জীর্ণ দেয়াল।
________________
৩ মে,২০২০
রায়পুরা,নরসিংদী।