আজ একটা নুতন  পৃথিবীর জন্ম হয়েছে
সেই পৃথিবীতে আমি ভীন গ্রহের বাসিন্দা;
আমাকে ওরা এলিয়েন বলে জানে।
একদিন ওরা আমাকে মানুষ বলে জানত-
আমার পৃথিবীতে চাঁদ উঠত,
সূর্য ডুবত, জোনাকিরা আলো দিত,
পাখির কূজনে ঘুম ভাঙ্গত,
অবসন্ন দুপুরে রাখলের বাশির সুর  
ঐ দূর দিগন্তে মিলাত,
গোধূলি ক্ষনে গরুর পাল আর সাঝের মায়া ছেড়ে
পাখিরা নীড়ে ফিরত,
নদীর শান্ত স্রোত মাঠের বুক চিরে বয়ে চলত
আর আমার ধমনীতে প্রবাহিত হত
উষ্ণ রক্তের ধারা।
আজ ওরা বলে আমি নাকি হৃৎপিণ্ড হীন
বিবেক বর্জিত এক এলিয়েন -
ওদের যুক্তি, বুদ্ধিমত্তা এবং প্রযুক্তি
কোন কিছুর সাথেই আমি পেরে উঠিনা।
আমার পৃথিবীর সব কিছু কেড়ে নিয়ে
ওরা আজ বিবেকবোধ সম্পন্ন মানুষ
আর আমি ভীন গ্রহের বাসিন্দা এলিয়েন।