কান্না এমন বিনয়ী আর মায়াময় হয়
চোখের জলে এতোটা আবেগ আর্দ্রতা রয়-
সে কথা জানা ছিল না।

কালো ভ্রুযুগলে জলে সিক্ত মায়াভরা আঁখি
রেশমী পালক সদৃশ বিমুগ্ধ তার পাপড়ি-
হৃদয়ে নহর বয়ে গেলো।

নেকাবের তলে জলে ভেজা কপোল তোমার
ঢেউয়ে ঢেউয়ে নদী হলো কতটা উত্তাল  
দর্শনইন্দ্রীয় বুঝল না।

তবু সে নদীর ঢেউ আমার বুক সমুদ্রে
কতটা বারিসমেত সফেন আছড়ে পড়েছে
তার অজানাই রইলো।

২ নভেম্বর, ২০২০
তেজগাঁও, ঢাকা।
(অক্ষরবৃত্ত)