বান্ধিলাম ঘর ভাঙ্গন পাড়ে
মাটির খবর রাখলাম না
ঝড়-তুফানে নড়েচড়ে
খুঁটিযে ভাই গাঁথলাম না।
কারে আপন ভাবলিরে মন
গূঢ় সত্য মানলি না
আপন আপন করলি জনম
আপনি আপনার আপন না।
ছয় তাড়নায় সব ভুলে যায়
সত্যের ভেদ বুঝি না
কিসের আশায় মোহ মায়ায়
দ্বীনের খোঁজ নিলি না।
পতির জন্য দিলি যৌবন
স্বজন স্বজন করলি জীবন
স্বজন হবে বিরাগ ভাজন
সেদিন পাশে কেউ রবে না।
দমের মেশিন বন্ধ হলে
দেহের মূল্য থাকবেনা
মাটির কায়া যাবে মিশে
নাম ধরে কেউ ডাকবে না।
২০ অক্টোবর, ২০২০
শেরে-বাংলা নগর, ঢাকা।
(স্বরবৃত্ত)