জানি রাত-বিরাতে তোমার হৃদপিণ্ড নিঃসৃত প্রলম্বিত দীর্ঘশ্বাস
শ্বাসনালী বেয়ে আগুনের দলা ধোঁয়ায় ধূমায়িত হয়ে বের হয়;
সেই ধূমায়িত ধোঁয়াই আমাকে পুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট।
যতটা পারো অভিযোগ দাও, অনুযোগ দাও।
অভিশাপ দিও না।
ভালোবাসলে অভিশাপ দিতে নেই।
ভালোবাসা বিশলতার পরিচয় বহন করে,
ভালোবাসা মহত্বের মহিমায় ভাস্বর,
ভালোবাসা দানের বিষয়।
দান করে বিনিময়ে কিছু প্রত্যাশা করতে নেই-
এতে মহিমা ক্ষুন্ন হয়, বিশালতা নষ্ট হয়।
একে কেবলই স্বত্ব ত্যাগ করে উজাড় করে দিতে হয়।
আর শুধু বলতে হয়- সুযোগ পেলে তুমিও আমার মতো
এভাবেই নৈবদ্যের থালায় নিজেকে বিলিয়ে দিও, দিবে তো?

----------------------------------------
৩১ মার্চ, ২০২০
ডিএমসি, পশ্চিম নাখালপাড়া
তেজগাঁও, ঢাকা -১২১৫।