একটা আকাশ ভাবনা দিলাম-
ভাবতে পারো অনেক কিছু।
বিশাল শূন্যে উড়তে পারো
ছুটতে পারো মেঘের পিছু।

পাহাড় ভাবো, নদী ভাবো,
ভাবো মনে ফুল;
মান-অভিমান ভেঙে গিয়ে
পড়ুক গালে টোল।

হাসি ভাবো, খুশি ভাবো,
ভাবো মনে সুখ;
সকল সাদাকালো ভেঙে,
রঙে রঙিন হোক।

২৬ আগস্ট, ২০২০
শেরে বাংলা নগর, ঢাকা।
(স্বরবৃত্ত)