বামন হয়ে চাঁদের পানে
হাত বাড়াতে মানা
চাঁদপনা মুখ তোমার
মন মানেনা মানা।
মনের উপর খবরদারি
আমি অধম নাহি পারি
কে পেরেছে কবে
যে পেরেছে সে হয়েছে
মহামানব ভবে।
সতত ইতস্তত দ্বিধাগ্রস্ত হৃদয়
ভাবনা ঘোরপাকে বহে খন্ড প্রলয়,
ষড়রিপুর তাড়নায়
উল্টোপথে তরী বায়,
দিকভ্রান্ত পথিক ছুটি দিক বেদিক
কোন আকাশে মেলি উদভ্রান্ত ডানা।
বুকের ভিতর হৃদয় পাখি
অবিরত ডাকাডাকি
আমার খেয়ে আমার পড়ে
সেযে আমার কথা বলেনা।