১ম ছেলে : তোমার জন্য তুলে আনব দুর্গম পাহাড়ের যত বনফুল
সমুদ্রসৈকত থেকে ঝিনুক কুড়িয়ে আনতে করব নাক ভুল।
তোমার জন্য এ হৃদয় সদা জেগে রয়
কল্পনার তোমাকে সংগে নিয়ে ঘুরে বেড়াই দুর্গম পাহাড়ময়।
২য় ছেলে : এ হৃদয়ের সমস্ত গোলাপ রেখে দিলাম তোমার তরে
যদি কোনদিন সুযোগ পায় তুলে দিব তোমায় থরে বিথরে।
মেয়েটি : একটি ছেলে ভ্রমণ পিপাসু, আরেকটি ছেলে গোছগাছ
কার মাঝে নিজেকে হারায় ভেবে পাই না আজ -
একটি ছেলে গান শোনে, কবিতা পড়ে, কবিতা শিখে ।
আরেকটি ছেলে ঘুরে বেড়ায়, ভ্রমণের স্বপ্ন দেখে।
শুনব কার ইশারা, কার ডাকে দিব সারা
ভেবে হয় দিশেহারা, পাইনে কুল-কিনারা।
একই সাথে দুটি ছেলে
এ হৃদয়ে দোল খেলে।
একটি ছেলে বডি-বাডি ফিটফাট
পোশাক-আশাক, ভাল লাগে চুলের কাট।
আরেকটি ছেলে বডি-বাডি ছিমছাম ফর্সা সুন্দর
দেখলে মনে হয় রূপ বড় মনোহর।
কারে রেখে কারে নিই বুঝিনা মনের খেলা-
ফেসবুক স্কাইপিতে কাটাই বেলা।
১ম ছেলে : তোমার চরণে করি উৎসর্গ আমার বিজিত সমস্ত পাহাড় চূড়া,
কথা দিচ্ছি আমার সকল ছবির ট্যাগ পাবে না কেউ তুমি ছাড়া।
২য় ছেলে : তোমার সুচিস্নাত মুখ, পুত:পবিত্র হাসি -
আমার সমস্ত চিন্তায় ব্যাপ্ত থাকে, তোমায় বড় ভালোবাসি।
এইযে এতো ছবি তোলা, ফেবুতে পোস্ট দেওয়া
সবই তোমার জন্য, তাইতো বারবার তোমার টাইমলাইনে ছুটে চলে আসি
মেয়েটি : আমার পরানের পাখি -যে আমায় ঘরে তোলে নেবে,
সে থাকে সুদূর পরবাসে
তবুও দুটো ছেলে আমার ভুবনে স্বপ্ন হয়ে ভাসে,
কি ক্ষতি বলো- যদি দুজনই স্বপ্ন হয়ে আসে।
আমার স্বপ্ন পরবাসে রেখে, দুজনকেই স্বপ্নে ভাসাই
এবং স্বপ্নে ডুবাই- স্বপ্নের আকাশে।
(দুটি ছেলেই জানে যে তারা অনিশ্চিত পথে হাটছে
তবুও তারা এই অনিশ্চয়তাকেই মেনে নিয়েছে
হয়তো একেই বলে ভালোবাসা)