পিচঢালা ধূসর কালো পাথুরে রাস্তায় আমার স্বপ্নগুলো সব
সবুজ হয়ে আসে, অবশেষে ফিরে যায়
নীল থেকে নীলাভ আর ধূসর থেকে ধূসরতায়।
এখনো রাত জাগি; স্বপ্ন দেখি রাতভর, কত্তো রঙে রঙিন
সে স্বপ্ন। পরিশেষে বাস্তবতার করুন আঘাতে-
কাঁচের মতো ভেঙে যায় সব।
আবার সাত রঙে রাঙায় স্বপ্নদের–
আমি যেন ক্লান্তিহীন এক যন্ত্রমানব।
মাঝে মাঝে মনে হয় আর কতো! এবার ইতি টানি , কেননা
স্বপ্ন-কল্পনা আর আবেগের বোঝা বয়ে বয়ে-
জীবনের বয়স আমার বৃদ্ধ। দেহের বয়স কেবল যৌবনের প্রারম্ব।
দেহটাতো ঠিকই চলে জীবনতো আর চলে না।
জৈবিক অনুভূতিগুলো ঠিকই আছে, রোমান্সগুলো নেই।