জীবনের ভাজে ভাজে স্বপ্ন বাঁক নেয়
স্বপ্ন মরে গেলে স্বপ্ন জন্ম নেয়।
স্বপ্ন ছাড়া জীবন হারায় খেই
স্বপ্নচারিতা জীবন বাঁচিয়ে দেয়।
স্বপ্ন ওয়েলউইটসিয়া’র মতো মরুর বুকে প্রাণ
তীব্র প্রতিকূলতার মাঝেও গায় জীবনের গান।
জীবন আছে যত দিন
স্বপ্ন তার বাজায় বীণ।
স্বপ্নহীন কোনদিন মানুষ বাঁচেনা
জীবন বাঁচাতে তাই স্বপ্ন রুখোনা।
স্বপ্ন আকাশের মুক্ত পাখি
দিগন্ত জোড়া দুটি আঁখি।
স্বপ্ন বেদুইন, স্বপ্ন যাযাবর
স্বপ্ন বাঁধে, স্বপ্ন ভাঙে ঘর।
যতক্ষন বুকে স্বপ্নের চাষ
ততক্ষন মুখে চলবে শ্বাস ।
০২/১২/২০১৯
ডিসিসি, পশ্চিম নাখাল পাড়া,
তেজগাঁও, ঢাকা-১২১৫।