এ নীল আকাশ আর সুনীল সাগর
তারাভরা রাত আর মায়াঢালা শশী
সৃজিয়াছ সবই প্রভু তুমি।
জোনাকির আলো আর ঝিঁঝি ডাকা রাত
নিরমল ভোর আর ভোরের এ রবি
সৃজিয়াছ সবই প্রভু তুমি।
ঊষার আলোক আর মায়াময় রোদ
ঘাসের শিশির আর ঘাস ভেজা ভূমি
সৃজিয়াছ সবই প্রভু তুমি।

এ মৌচাক আর তার চাকভরা মধু
পুষ্পভরা রেণু আর ফুলে ফুলে অলি
সৃজিয়াছ সবই প্রভু তুমি।
বনভরা গাছ আর গাছে গাছে ফল
পাখির কূজন আর শাখে শাখে পাখি
সৃজিয়াছ সবই প্রভু তুমি।
বাগভরা ফুল আর স্নিগ্ধ সুভাস
ভ্রমরের গান আর কত প্রজাপতি
সৃজিয়াছ সবই প্রভু তুমি।

স্বচ্ছ মিঠা পানি আর শীতল তটিনী  
মাছে ভরা জল আর জলে ভরা নদী
সৃজিয়াছ সবই প্রভু তুমি।
ধান ক্ষেতে শীষ আর শস্য ভরা দোল
অবারিত মাঠ আর ফসলের জমি
সৃজিয়াছ সবই প্রভু তুমি।
সবুজে ঘেরা গাঁ আর আঁকা-বাঁকা পথ
দূর ওই দিগন্তটা- যে আকাশ চুমি
সৃজিয়াছ সবই প্রভু তুমি।

২০ এপ্রিল, ২০২১
তেজগাঁও, ঢাকা।
(অক্ষরবৃত্ত)