আবেগের ঘোর কেটে যাওয়ার পর
তুমিওতো সাধারণ কোন এক নারী
তোমার মুখাবয়ব দশজনের মতো
চেনাজানা শুধু একটা পরিচিত ছবি।

নদী উথলিয়ে উঠে না আর জলের
কলোকলো বহমান স্রোতের ধারায়,
চিরহরিৎ বৃক্ষের মতো পাতা আছে
ঠিকঠাক শুধু পড়েছে ছাপ ধুসরতার।

কোথায় হারালো সেই মোদির আঁখিতে
অবিরত ফিরে ফিরে চকিত চাওয়া,
তীর্থের কাকের মতো দেখার নেশায়
চিলের চোখে উৎপেতে অবিরাম খুঁজা।

অবলীলায় কেমন করে চলে যাও আজ
নয়ন সুমুখ দিয়ে-- আমিও অবাক
হয়না এতোটুকু, আজ এই দৃশ্য দেখে
অথচ একদিন ছিলে অনুভূতি জুড়ে।
___________
© অপু সুলতান
০৪ জানুয়ারি, ২০২০
তেজগাঁও, ঢাকা-১২১৫।
(অক্ষরবৃত্ত)