স্মৃতির মানসপটে
আজও সেই ছবি উঠে
বার বার ভেসে,
স্মৃতির ঘোরে থেকে
কে যেন মোরে ডাকে
মৃদু হাসি হেসে।

একবার আপন নীড়ে
আবার বাইরে
ফিরে ফিরে চাইরে,
ক্ষণে ক্ষণে খেলা করে
আলো আঁধার ছায়ারে।

কখনো ভাবি কায়া
কখনো ভাবি মায়া,
নিমিষেই আলোয় আমি
নিমিষেই আঁধারে,
এখনই সুখ উল্লাসে ফাটি
এখনই পাথারে।

স্বপ্ন কল্পনায়
যতক্ষণ তরী বাই
সুখ সাগরের বন্যায়
আমি ভেসে যাই,
স্বপ্ন কল্পনা টুটে
আঁধার উঠে ফোটে ;

স্মৃতির মানসপটে
আর সেই ছবি উঠে
বার বার ভেসে,
স্মৃতির ঘোরে থেকে
কে যেন মোরে ডাকে
মৃদু হাসি হেসে।