ইট পাথরের দেয়াল ঘেরা নিরস শহরে
বৃক্ষের মাথা তুলে দাড়ানোর নেই ঠাঁই,
সেই শহরে কখন বসন্ত আসে ঢালী ভরে
বুঝার নেই উপায়।
তবুও সময়ের বহমান স্রোতের হাত ধরে
বসন্ত আসে বসন্ত যায়,
প্রকৃতি নিজেকে সাজায় উজার করে
যেখানে জীবনের বসন্তের কোন দাম নাই।
(৩০ মাঘ, ১৪২২)