আমার শব্দহীন-নির্বাক পৃথিবীতে তুমি একমাত্র শব্দের উৎস,
তোমার দেওয়া এবং আমার জানা সমস্ত শব্দাবলি দিয়ে
তোমাকে বুঝাতে চেয়েছি- পারিনি তোমায়;
তুমি চলেছো সকল শব্দাবলি নিয়ে দূর অজানায়,
দেবী তুমি চলে যেওনা, দোহাই তোমার!
আর না পার করুনা কর-
তুমি চলে গেলে আমি হব নিঃস্ব-নীরব বন্য প্রকৃতি;
জিরাফের মত নির্বাক, রাত্রির ন্যায় নিঝুম-নিথর,
হিমালয়ের শান্ত-শীতল শুভ্র তুষার।
দেবী তুমি চলে যেওনা;
আমার কথা শোন-
দেবী আমার কথা শোনেনি।
এখন আমি যেন এক নীরব গভীর-গহীন অরন্য,
শব্দহীন বুকটা গুমরে কাঁধে একটা শব্দের তরে
নীরবে বয়ে যাওয়া পাহাড়ি ঝর্নার মত।
এখন আমার পৃথিবীতে দেবীর করুনায়
ঝরা পাতার মর্মর আর বাতাসের বয়ে চলা ছাড়া
অন্য কোন শব্দ হয়না।
আজ আমার হৃদয়ে
অরন্যের নীরবতা, প্রানীর নির্বাকতা;
আর আমি যেন ভাষাহীন এক আদিম মানব।