শরৎ এলো সফেদ মেঘে
নীল ছাপা শাড়িতে,
নদীর ধারে কাশের বন
সাজে সাদা মায়াতে।
তুলোর মতো মেঘেরা সব
ভেসে ধায় পবনে,
বকের সারি ডানায় চড়ে
উড়ে যায় গগনে।
প্রাণ জুড়ানো মৃদু মলয়-
রোজ দেখে বিভোর,
ঊষার আলো মন মাতালো-
রং মেখে সিঁদুর।
শিউলী ঝরে শারদ প্রাতে
ছবি এঁকে নিপুণ,
জুঁই-চামেলী, শেফালী- শোভা
বাড়িয়েছে দ্বিগুন।
ভর দুপুরে পালের নৌকা
যায় ছুটে সুদূরে,
হংসমালা সাঁতার কাটে
ঘুরে ফেরে অদূরে।
আকাশ ঘিরে ধবল দেয়া-
ঝরঝর অঝোরে,
বিকেল বেলা নরম আভা
মেঘ ঢাকা চাদরে।
গোধূলি ক্ষনে সাঁঝ লগনে
পাখি ফিরে কুলায়,
সাঁঝের আলো লালচে রঙে
বিল-ঝিল রাঙায়।
ধানের শীষে ডাকে আমন
হিম ঝরা শিশির,
ঘাসের ডগে মানিক জ্বলে
উঠে যবে মিহির।
বিলের জলে তাল নিরাকে
উৎ-পাতে ধীবর,
রুই-কাতলা জেলের কোঁচে
হয়ে পড়ে নিথর।
তালের পিঠা পায়েস মিঠা
ঘ্রানে ঘ্রানে আকুল,
নদীর তীরে বনের ফুল
ছেপে উঠে দুকুল।
(মাত্রাবৃত্ত ৫+৫+৭)
৮ সেপ্টেম্বর, ২০২০
শেরে-বাংলা নগর, ঢাক।