তুমি আমার সকল ইতিবাচক চিন্তার একক;
তোমাকে যখন ভুলতে যায়-
তখন আমার একটা আপন সত্তাকে ভুলতে বসি।
আমি আমার সচেতন মনটাকে বুঝিয়ে
নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু অবচেতন মনের সাথে
পেরে উঠিনা। সেটাতো আমার নিয়ন্ত্রনে না।
যেমন পারি না আমার শরীরের রক্ত প্রবাহ বন্ধ করতে
যেমন পারি না শ্বাস-প্রশ্বাস বন্ধ করতে-
তেমনি পারি না তোমাকে।
তুমি আমার রক্তে হিমোগ্লোবিনের মতো মিশে গেছো
লাল না হলে আমরা যেমন রক্ত বলিনা; তেমনি
তুমি ছাড়া আমাকে আমি ভাবতে পারি না।
মাঝে মাঝে নিজেকে খুব ছোট মনে হয়;
তোমার কাছে আমার কোনো মান নেই-
আমিতো কোনো মান-মর্যাদার প্রশ্ন নিয়ে আসিনি;
ভালবাসার দাবি নিয়ে এসেছি।
ভালবাসার নৈবদ্যের থালায় সব বিলিয়ে দিয়ে
তোমার সামনে দাঁড়াতে পারি ভিক্ষুকের মতো;
-হে দেবী করুণা দাও, আমি অসহায়।
নত হওয়ার কৌশল জানি-
বিনীত হওয়ার নিয়ম জানি-
অনুরোধের ভাষা জানি-
কিভাবে আত্নসমর্পণ করলে ভালবাসা পাওয়া যায়
হয়তো সেটা জানি না।
মাঝে মাঝে ইচ্ছে হয় পৃথিবীর সব ভাষা শিখি-
যে ভাষায় মনের কথা সহজে বুঝানো যায়,
সবচেয়ে বেশি ভালবাসা নিবেদন হয়-
সে ভাষায় তোমাকে বলি “ভালবাসি”।