কাব্যের কোমলতা
গল্পের সহজতা নয়
প্রবন্ধের চেয়েও
রুক্ষ আমার হৃদয়।
একদিন কবিতার কোমল ভাষায়
মধুর গানের সুরে
ঘনীভূত আবেগের কথায়
ব্যক্ত হতো ভালোবাসা
চাঁদ জোছনা রাতে গল্পে গল্পে
মুখরিত হতো চারপাশ।
আজ চাঁদ জোছনার গল্প নয়
ফাগুনের ফুল নয়
মিষ্টি প্রেমের কবিতা নয়
দুখের করুণ গাথা নয়
এখন আমার হৃদয়
হারানো প্রেমের বিরস প্রবন্ধ লিখে।