দোয়েল-কোয়েল ময়না-টিয়ে
টুনটুনিটা লেজ নাচিয়ে,
কুটুম পাখির হলুদ শাড়ি
কাকের সাথে ফিঙের আড়ি।
কাকাতুয়ার মুকুটি সাজ
সবার বন্ধু কেশরাজ,
ঈগল পাখির বড় ডানা
ছোট ছানা চিলের খানা।
রোজ ভোরে কাকের কাকা
চোখগেল- পিউ কাহা,
ডাহুক ডাকে জলাধারে
ঘুঘু ডাকে বন-বাদাড়ে।
১৮ জুলাই, ২০২০
দক্ষিণ খান, ঢাকা।
(স্বারবৃত্ত)