অথচ কথা ছিল কবিতার পঙক্তি হয়ে
কাব্যের শরীর গড়ার।
কথা ছিল বিরহীর বিউগল করুণ সুরে
অচিন ইথারে ভাসার।

অথচ কথা ছিল সাগর বালুকাবেলায়  
ঝিনুক আল্পনা আঁকার।
কথা ছিল প্রবালময় দ্বীপে সহস্র বছর
থেকে মণিকা হওয়ার।

অথচ কথা ছিল আনাড়ি পায়রার সাথে
সংসারী জুটি বাঁধার।
কথা ছিল বালিহাঁসের যাযাবর পাখায় চড়ে
সাঁঝবেলা নীড়ে ফেরার।

অথচ কথা ছিল বধিরের কানে কথার
ফুল হয়ে ফোটে উঠার।
কথা ছিল আঁধারে জোনাকির আলো হয়ে
নির্জনতায় পথ খুঁজার।

অথচ কথা ছিল শুভ্র বলাকার দলে
দিগন্তে হারিয়ে যাওয়ার।
কথা ছিল গাঙেতে ভানবাসি পানি এলে
ভাটিয়ালি গান গাওয়ার।

অথচ কথা ছিল দোপাটি ফুলের গাছে
ফোটে থাকা দুজনার।
কথা ছিল বাহারি প্রজাপতির রঙ মেখে
কপালে তিলক দেওয়ার।
অথচ জানা গেল কথাগুলো কেবলই
কথার কথা ছিল তার।

১৬ আগস্ট ২০২১
তেজগাঁও, ঢাকা।
(স্বরবৃত্ত)