নষ্ট পথের নষ্ট পথিক
নষ্ট ফুলে বসি,
নষ্ট ফুলের মধু খাই
নষ্ট পরাগ মাখি।
নষ্ট নয়নে দুনিয়া দেখি,
নষ্ট মনে নষ্ট ভাবি,
নষ্ট চোখে নষ্ট লাগে সবই।
নষ্ট রিপুর নষ্ট তাড়না
নষ্ট চিন্তার নষ্ট ভাবনা
নষ্ট দেহের নষ্ট কামনা
নষ্ট মুনির নষ্ট সাধনা।
নষ্ট রাতের নষ্ট স্বপন,
নষ্ট আদর নষ্ট কাঁপন,
নষ্ট হাতে নষ্ট হয় কেবলই।
নষ্ট রমণের নষ্ট রসনা
নষ্ট রমনীর নষ্ট বসনা
নষ্ট কবির নষ্ট রচনা
নষ্ট চোখে নষ্ট হয় রোজই।