হেডলাইট আর ল্যাম্পপোস্টগুলো হয়ে উঠে আলোর পারাবার।
বায়ে প্লাস্টিক, বায়ে প্লাস্টিক, বলে চেচিয়ে উঠে বাসের হেল্পার।
বেওয়ারিশ কুকুরগুলো দিবানিদ্রা শেষে- সরু গলির চৌকস পাহাড়াদার।
বিকৃত উত্তেজনায় কতিপয় নর- রমনীরা দেখায় শরীরের বাহার।
সংসদ ভবনের পাশে, চন্দ্রিমা উদ্যানে বসে- মাংশের দোকানদার।
ফুটওভার ব্রিজে, বৃক্ষাচ্ছাদিত রাস্তায় চলে রমরমা কারবার।
শ্বেতহস্তীরা নির্জনে নিরাপদে শীতাতপনিয়ন্ত্রিত ফ্লাটে বসায় বাজার।
কাকেরাও গভীর নিদ্রায় মগ্ন হয়ে যায়- সেরে আবর্জনা আহার।
কতিপয় বুবুক্ষু ক্ষুধার যন্ত্রাণায় অন্ধকারে খুঁজে ফেরে ময়লার ভাগাড়।
অভিনেতা মধ্যবিত্ত সবজিডালে ভাত খেয়ে
রুমালে হাত মুছে, শার্টের কলারে সুগন্ধি মেখে
অভিনয় করে সাদাহাতি পালার।
__________________
২১ সেপ্টেম্বর, ২০২০
শেরে-বাংলা নগর, ঢাকা।