এলোমেলো হৃদে নিশীথে স্বপনে
যদিগো আমারে আসে গো স্মরণে-
দ্বার খুলে তুমি আসিও নিরলে
যেথা মিটমিটি তারা নিভে জ্বলে,
এসো তুমি ধীরে বকুলের তলে;
ফুল ঝরে হবে নিপুণ গালিচা
ধীর পায়ে তুমি মাড়িয়ো বাগিচা।

নিটোল জোছনা আলোযে বিলাবে
রাতজাগা পাখি সাথে জেগে রবে,
দিঘির জলেতে চাঁদ দিবে ডুব
বাঁশঝাড় রবে দাড়িয়ে নিশ্চুপ
হেরিবো রাতের মনোহর রূপ;
ঝোপঝাড় লতা জড়াবে মায়ায়-
তুমি আর আমি গহীন ছায়ায়।

চাঁদের আলোতে আঁধারের খেলা
ঝিঝিপোকা সাথে জোনাকির মেলা,
হেনার সুঘ্রাণে হবো মাতোয়ারা
লজ্জাবতীযে লাজে দিবে সাড়া,
নিশাচর দিবে রাত্রি পাহাড়া;
হারাবো দুজন এমন তিমিরে
আসিও প্রেয়সী ওগো তুমি ধীরে।

২৯ অক্টোবর, ২০২০
তেজগাঁও, ঢাকা।
(মাত্রাবৃত্ত)