না জানিলে নাইবা জানলে তুমি
ভালবাসি তোমায়,
আকাশকে পাবার আশায় গিরি
কেঁদে নীরবে ঝরনা বয়ে যায়-
পাহাড়ের প্রেম আকাশ জানেনা।
উষর মরু বুকে কঠিন তৃষ্ণা
বৃক্ষের প্রতি গভীর ভালবাসা
বৃক্ষ তা বুঝে কোথায়!
মরুর ভালবাসা বৃক্ষ বুঝে না
তুমি নাইবা বুঝলে আমায় ।
কূল ভালোবেসে নদীকে দু’পাড়ে
সদা ঝড়িয়ে ধরে
নদী বয়ে চলে আপন ধারায়
কূলের ভালবাসায় নদী থামে না।
প্রভাত ভালবেসে- ফুল ঝড়ে পড়ে
প্রতিদিন নিজেকে উৎসর্গ করে
প্রভাত সে খবর রাখে কোথায়
ফুলের ভালবাসা প্রভাত বুঝে না
তুমি নাইবা বুঝলে আমায় ।
নিশাচর রাতকে ভালবেসে জাগে
রাততো কেবল ফুরিয়ে যায়
নিশাচরের ভালবাসা রাত বুঝে না।
সূর্যকে ভালবেসে সূর্যমুখী গভীর
আগ্রহে চেয়ে থাকে সূর্যের পানে,
তার ভালবাসা সূর্য জানে না
তুমি নাইবা জানলে আমায় ।